কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। ইতিমধ্যে ওই আগুন ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। তবে এর সূত্রপাত কীভাবে সেটি এখনও জানা যায়নি। শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটের সময় এ আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিভানোর কাজে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

তিনি জানান, ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন সহনীয় পর্যায়ে চলে আসে। ততক্ষণে রোহিঙ্গাদের শত শত ঘর ও সেবা সংস্থার বেশ কিছু স্থাপনা পুড়ে যায়।

রোহিঙ্গাদের দাবি, অগ্নিকাণ্ডে ১৩ নম্বর ক্যাম্পের ডি ব্লকে এনজিও কারিতাসের বিতরণ সেন্টার থেকে আগুনের সূত্রপাত।

ঘটনাস্থলে সেনাবাহিনী, এপিবিএন পুলিশ, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে। তারা অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করার কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন।