রোহিঙ্গা সংকট বাংলাদেশের একার সমস্যা নয়, পুরো বিশ্বের। আমরা একটি টেকসই সমাধান চাই।’ – ঢাকা সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের দেয়া এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়ে বলেন, মিয়ানমারের অস্থির পরিস্থিতি দ্রুতই সমাধান প্রয়োজন যাতে রোহিঙ্গা সমস্যার একটা টেকসই সমাধান সম্ভব হয়।
সফররত পেনি ওং বলেন, ‘বাংলাদেশ এখনও বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে স্বোচ্চার কন্ঠস্বর। মানুষের সাথে মানুষের সম্পর্ক বাড়াতে চায় দুই দেশ। জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ একা সমাধান করতে পারবে না। আমরা এই যাত্রায় সাথে থাকতে চাই।’
দুই দেশের পররাষ্ট্র জানান, অভিন্ন ভাগ্য গড়তে তারা একসাথে কাজ করতে চান। আন্তর্জাতিক আইন কানুন মেনে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে চান।
সফররত পেনি ওং এ সময় বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকতে চায় অস্ট্রেলিয়া। একই সথে মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত করতে কারিগরি সহয়তাও দিতে চায় অস্ট্রেলিয়া। তিনি বলেন, ‘আমরা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা চাই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই অস্ট্রেলিয়ার সরকারের তরফ থেকে প্রথম কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তার বাংলাদেশ সফর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দিচ্ছেন।