২৭৩ রানের মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য। তবে রোহিত শর্মার চওড়া ব্যাটের সামনে আফগান বোলাররা দাঁড়াতেই পারেনি। তাতে ভারতের বিপক্ষে রেকর্ড ২৭২ রান করেও জয়তো দূরে থাক, স্রেফ উড়ে গেছে আফগানিস্তান। রোহিত শর্মার ১৩১ রানের ঝড়ো ইনিংসে ভারত ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আফগান হেরেছে টানা দ্বিতীয় ম্যাচ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ১৫ ওভার হাতে রেখে ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ভারত। ৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।
রান তাড়ায় ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন রোহিত শর্মা ও ইশান কিশান। ১১২ বলে ১৫৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪৭ রান করে রশিদ খানের বলে কিশান বিদায় নিলে ভাঙে এই জুটি। এর আগে ঝড়ো ব্যাট চালাতে থাকা রোহিত ফিফটি পূর্ণ করেন ৩০ বলে। আর শতক পূর্ণ করেন ৬৩ বলে। শচিন টেন্ডুলকারের ৬ সেঞ্চুরিকে চাপিয়ে ৭ সেঞ্চুরি নিয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি।
এদিকে ৬৩ বলের এই সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত এখন ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ান। তার পরে থাকা কপিল দেব ৭২ বলে শতক ছুঁয়েছিলেন; ১৯৮৩ সালে। একই ম্যাচে ৫টি ছক্কা হাঁকিয়ে তিনি ছাড়িয়ে গেলেন ক্রিস গেইলকে। আন্তর্জাতিক ক্রিকেটে যার ছক্কার পরিমান ৫৫৩টি। একই ইনিংসে তিনি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে দ্রুততম হাজার রানের রেকর্ডও। বৈশ্বিক এই টুর্নামেন্টে ১ হাজার থেকে ২২ রান দূরে থেকে ম্যাচটি শুরু করেন রোহিত। পঞ্চম ওভারে ফাজাল হাক ফারুকির বলে ছক্কা মেরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।
বেশ কয়েকটি রেকর্ড গড়ে শেষদিকে বিদায় নেন রশিদের বলে বোল্ড হয়ে। এর আগে ভারতীয় অধিনায়ক নিজের ৮৪ বলে ১৩১ রানের ইনিংসটি সাজান ১৬ চার ও ৫ ছক্কায়। এরপর তিনে নামা বিরাট কোহলির সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন শ্রেয়াস আইয়ার। ৫৫ বলে ফিফটি স্পর্শ করা কোহলি অপরাজিত থাকেন ৫৫ রানে। শ্রেয়াস করেন ২৩ বলে ২৫ রান।