প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ ছন্দে এগিয়ে চলার পথে আবারও আলো ছড়ালেন মার্কাস র্যাশফোর্ড। করলেন জোড়া গোল। লেস্টার সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে অবস্থান আরও মজবুত করল ম্যানচেস্টার ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে লিগ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। তাদের তৃতীয় গোলটি করেছেন জেডন সানচো।
আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ানো লড়াইয়ে উভয় পক্ষই অনেক সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রতিপক্ষকে ফল নিয়ে ভাবাতে পারেনি লেস্টার।
ম্যাচের প্রথম ২০ মিনিটে বলা যায় মাঠের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। এই সময় দারুণ কয়েকটি সুযোগও তৈরি করে তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনোটিই।
প্রথম ভালো সুযোগটি তারা পায় অষ্টম মিনিটে। হার্ভি বার্নসের ডান পায়ের শট ঝাঁপিয়ে ফেরান দাভিদ দে হেয়া। স্প্যানিশ এই গোলরক্ষকের নৈপুণ্যে ২০তম মিনিটে ফের বেঁচে যায় স্বাগতিকরা; নাইজেরিয়ান ফরোয়ার্ড কেলেচি ইহেনাচোর হেড ঠেকিয়ে দেন দে হেয়া।
এর পাঁচ মিনিট পর আচমকা এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় ইউনাইটেড। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে সতীর্থের পা ঘুরে বল পেয়ে থ্রু পাস বাড়ান ব্রুনো ফের্নান্দেস। বিনা বাধায় বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন র্যাশফোর্ড।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ভাগ্যের ফেরে নিশ্চিত সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার লিসান্দো মার্তিনেসের হেড বাধা পায় ক্রসবারে।
দ্বিতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৫৬তম মিনিটে ফ্রেদের থ্রু বল ধরে এবার বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে কোনাকুনি শটে আসরে নিজের চতুর্দশ গোলটি করেন র্যাশফোর্ড।
পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে ইউনাইটেড। ফের্নান্দেসের পাস বক্সের মাঝে পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন বদলি ইংলিশ ফরোয়ার্ড সানচো।
২৪ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টেন হাগের দল। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।