অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু। এবার শ্রীলঙ্কাকেও সহজেই হারালো বাংলাদেশ। এবারের জয়ে সুপার সিক্সও নিশ্চিত হয়ে গেল মেয়েদের। রোমাঞ্চকর লড়াইয়ে লঙ্কানদের ১০ রানে হারিয়েছে দিশা-প্রত্যাশারা।

বড় লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা মোটেই সুবিধা করতে পারেনি। দলীয় ২৪ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। এরপর বিশমি গুনারত্নে ও ভিহাঙ্গা ভিজেরাত্নের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল দ্বীপরাষ্ট্রের দলটি। তাদের জুটিতে আসে ৯৬ রান। দুজনেই তুলে নেন ফিফটি।

৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করা ভিহাঙ্গাকে বিদায় করে ব্রেক থ্রু এনে দেন মারুফা আক্তার। তবে আরেক ব্যাটার গুনারত্নে অপরাজিত থেকে যান। কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৫৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গুনারত্নে। আর শেষদিকে ৩ বলে ৩ চারে ১২ রান করেন দুলাঙ্গা দিসানায়েকে। কিন্তু তাতে শুধু হারের ব্যবধানটাই কমে।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার মিষ্টি সাহা ও আফিয়া প্রত্যাশা মিলে এনে দেন দারুণ শুরু। দুজনের জুটিতে আসে ৭৫ রান।

৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে প্রত্যাশা বিদায় নিলে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দারুণ এই ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজান প্রত্যাশা। তার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই ড্রেসিংরুমের পথ ধরেন আরেক ওপেনার মিষ্টি (১৪)।

দুই ওপেনার ফিরলেও পথ হারায়নি বাংলাদেশ। বরং দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে রানের ফোয়ারা ছুটিয়েছেন। দুজনেই অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। দিলারার ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ৩৬ রান। আর স্বর্ণা ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ঠিক ৫০ রান করে অপরাজিত থাকেন।