আমি à¦à¦•à¦Ÿà¦¿ হোটেলে রানà§à¦¨à¦¾ করি। রমজান মাসে রানà§à¦¨à¦¾à¦° সময় লবণ চেখে দেখার পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨ হয়। অনà§à¦®à¦¾à¦¨ করে দিলে মাà¦à§‡ মাà¦à§‡ লবণ কম-বেশি হয়ে যায়। তখন মà§à¦¯à¦¾à¦¨à§‡à¦œà¦¾à¦° ধমক দেন। তো রমজান মাসে যদি লবণ দেখার জনà§à¦¯ সামানà§à¦¯ à¦à§‹à¦² মà§à¦–ে নিয়ে— সাথে সাথে কà§à¦²à¦¿ করে ফেলি; à¦à¦¤à§‡ রোজার কোনো কà§à¦·à¦¤à¦¿ হবে কি না? à¦à¦•à¦Ÿà§ জানিয়ে বাধিত করবেন।
à¦à¦‡ পà§à¦°à¦¶à§à¦¨à§‡à¦° উতà§à¦¤à¦° হলো- উলà§à¦²à§‡à¦–িত কà§à¦·à§‡à¦¤à§à¦°à§‡ তরকারির লবণ দেখার জনà§à¦¯ জিহà§à¦¬à¦¾à§Ÿ সামানà§à¦¯ দিয়ে আবার থৠথৠকরে ফেলে দেবেন। আপনার জনà§à¦¯ à¦à¦à¦¾à¦¬à§‡ লবণ দেখা জায়েজ হবে। ফলে আপনি à¦à¦à¦¾à¦¬à§‡ করলে রোজা নষà§à¦Ÿ হবে না। পà§à¦°à§Ÿà§‹à¦œà¦¨à§‡ à¦à¦° পর পানি দিয়ে কà§à¦²à¦¿ করে ফেলে দেবেন।
তথà§à¦¯à¦¸à§‚তà§à¦° : মà§à¦¸à¦¾à¦¨à§à¦¨à¦¾à¦«à§‡ ইবনে আবি শাইবাহ, বরà§à¦£à¦¨à¦¾ : ৯৩৮৫; ফাতাওয়া খানিয়া : ১/২০৪; আল-মà§à¦¹à¦¿à¦¤à§à¦² বà§à¦°à¦¹à¦¾à¦¨à¦¿ : ৩/৩৫৬; আত-তাজনিস ওয়ালমাযীদ : ২/৪৮; আল-বাহরà§à¦° রায়েক : ২/২à§à§¯; তাবয়িনà§à¦² হাকায়েক : ২/১৮৪; ফাতাওয়া হিনà§à¦¦à¦¿à§Ÿà¦¾ : ১/১৯৯
পà§à¦°à¦¸à¦™à§à¦—ত, রমজান মাসে রোজা ফরজ। à¦à¦‡ ফরজ ইবাদত পালনের কিছৠবিধি-বিধান রয়েছে। সেগà§à¦²à§‹à¦° পà§à¦°à¦¤à¦¿ যতà§à¦¨ রেখে অতà§à¦¯à¦¨à§à¦¤ সতরà§à¦•à¦¤à¦¾ ও পবিতà§à¦°à¦¤à¦¾à¦° সঙà§à¦—ে রোজা পালন করতে হয়। কারণ, ছোটখাটো কিছৠà¦à§à¦²à§‡à¦“ রোজা মাকরà§à¦¹ হয়ে যেতে পারে। নষà§à¦Ÿ হতে পারে রোজার পবিতà§à¦°à¦¤à¦¾à¥¤ তাই কী কী কারণে রোজা মাকরà§à¦¹ হয়— তা জেনে রাখা জরà§à¦°à¦¿à¥¤