চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম রাউন্ডে লাইপজিগের সাথে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। লাইপজিগের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে শুরু থেকে আধিপত্য করে সিটি। জার্মানির দলটির রক্ষণের ভুলে ২৭তম মিনিটে এগিয়ে যায় তারা। ইলকাই গিনদোয় নের পাসে গোলটি করেন রিয়াদ মাহরেজ।
তিন মিনিট পর বাড়তে পারত ব্যবধান। তবে কর্নারে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি রদ্রি। প্রথমার্ধের যোগ করা সময়ের লাইপজিগের শট রুখে দেন সিটি গোলরক্ষক।
বিরতির পর ৭০তম মিনিটে লাইপজিগকে সমতায় ফেরান গাভারদিওল। গোল হজমের পর কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। তবে গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
একই সময়ে হওয়া অন্য ম্যাচে ঘরের মাঠে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ৮৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।