‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাত ময়দান। পবিত্র হজের আনুষ্ঠানিকতায় আজ শনিবার (১৫ জুন) সৌদি আরবের মক্কা নগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজি।
জোহরের নামাজের আগে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি। বাংলাসহ ৫০টি ভাষায় অনুবাদ করে খুতবা সম্প্রচার করবে সৌদি টেলিভিশন।
লাখো মুসল্লির লাব্বাইক ধ্বনিতে এখন মুখর সৌদি আরবের মক্কার ঐতিহাসিক আরাফাতের ময়দান। সাদা কাপড় পরে লাব্বাইক তালবিয়া উচ্চারণের মাধ্যমে আল্লাহর কাছে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন লাখ লাখ হাজি। শনিবার ফজরের নামাজ আদায় শেষে মিনা থেকে কেউ হেঁটে, কেউবা গাড়িতে চেপে আরাফাত ময়দানে উপস্থিত হচ্ছেন। সূর্যাস্ত পর্যন্ত এখাইে ইবাদত করবেন সমবেত আল্লাহর মেহমানরা।
আরাফাতের মসজিদে নামিরাহ থেকে জোহর নামাজের আগে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকিলি। এবছরও আরবি খুতবা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম সম্প্রদায়ের জন্য বাংলাসহ ৫০টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি টেলিভিশন।
খুতবার শেষে এখানেই এক আজানে আলাদা ইকামতে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সুর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফা নামক স্থানে গিয়ে আবারো এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে অবস্থান করবেন মুজদালিফার খোলা আকাশের নিচে। সেখান থেকে জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।
রবিবার ফজরের নামাজ শেষে, মিনায় ফিরবেন মুসল্লিরা। প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করে আল¬াহর উদ্দেশে সাধ্যমত পশু কোরবানি করবেন, ফেলে দেবন মাথার চুল। এরপর হাজিরা মক্কায় ফিরে কাবা শরীফ ‘তাওয়াফ’ এবং সাফা ও মারওয়া পর্বতের মধ্যে ‘সায়ী’ করে আবারও ফিরে যাবেন মিনায়। ১১ ও ১২ই জিলহজ, সোম ও মঙ্গলবার আরো কিছু আহকাম পালন এবং কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা।