লা লিগায় কাদিসকে ২-০ ব্যবধানে হারালো বার্সেলোন। আক্রমণের ঝাপটা সামলে ভালোই জবাব দিল কাদিস। দুইবার জালে বলও পাঠাল তারা, কিন্তু গোল মিলল না। সেই স্বাদ তিন মিনিটের মধ্যে দুবার পেল শাভি এরনান্দেসের দল। সংহত করল লিগ টেবিলের শীর্ষস্থান।

কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। সের্হি রবের্তো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রবের্ত লেভানদোভস্কি।

শুরু থেকে বল দখলে রেখে বারবার আক্রমণে উঠলেও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলছিল তারা। ষাড়শ মিনিটে আচমকা কাদিসের রজার মার্তি বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। ২১তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় বার্সেলোনা। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনের চ্যালেঞ্জ পেরিয়ে ফেররান তরেসের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়। খানিক পর আলেহান্দ্রো বাল্দের শট ঠেকান কাদিস গোলরক্ষক।

বিরতির আগে তিন মিনিটের মধ্যে গোল দুটি করে স্বাগতিকরা।

দুটি গোলই হতে পারত লেভানদোভস্কির। শুরুতে তরেসের ক্রসে পোলিশ তারকার ডাইভিং হেড গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বল জালে পাঠান রবের্তো।

পরের গোলে অবদান রাখেন এই স্প্যানিয়ার্ড। তার পাস ডি-বক্সের মাথায় পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি।

৫৭তম মিনিটে আরেকটি গোলের সুযোগ পান লেভানদোভস্কি। গাভির ক্রস থেকে তার ডান পায়ের ভলিতে বল ক্রসবারের ওপর পড়ে বাইরে যায়।

ম্যাচের দ্বিতীয়বার বার্সেলোনার জালে বল পাঠান মার্তি, কিন্তু তার আগে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে আরেক জন ফাউল করায় গোল দেননি রেফারি।

৭৯তম মিনিটে দুর্দান্ত সেভে জাল অক্ষত রাখেন টের স্টেগেন। বক্সের ভেতর থেকে ক্রিস রামোসের শটে বল জার্মান গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। পরক্ষণে আরেকটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন রামোস।

শেষ দিকে আরেকবার দুর্ভাগ্য বাধ সাধে কাদিসের সামনে। ফরোয়ার্ড আন্থনি রুবেনের প্রচেষ্টাও পোস্টে লাগে। হারের হতাশায় মাঠ ছাড়ে তারা ।