রাওয়ালপিন্ডি টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক পাকিস্তান। তবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে বাংলাদেশ। জোড়া হাফ সেঞ্চুরি এসেছে মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে।

আগের দিনের সাদমান ১২ ও জাকির ১১ রানে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান জাকির। দলীয় ৩১ রানে ৫৮ বলে ১২ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। তবে সুবিধা করতে পারেননি শান্ত। দলীয় ৫৩ রানে ৪২ বলে ১৬ রান করে আউট হন এই টাইগার অধিনায়ক।

এরপর ক্রিজে আসা মুমিনুক হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। দেখেশুনে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাদমান। এরপর ফিফটি তুলে নেন মুমিনুল। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ১৪৭ রানে ৭৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল।

তার বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে দলীয় ১৯৯ রানে ১৮৩ বলে ৯৩ রান করে আউট হন সাদমান। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। দলীয় ২১৮ রানে ১৬ বলে ১৫ রান করে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পর লিটন দাসকে সঙ্গে নিয়ে হাল ধরেন মুশফিক।

সাবধানে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ১০৪ বলে ফিফটি তুলে নেন মুশফিক। অন্যদিকে সময়ের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন। ৫২ বলে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত ৯২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ১২২ বলে ৫৫ ও লিটন ৫৮ বলে ৫২ রানে অপরাজিত আছেন।