লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে একটি নৌকাডুবে অন্তত ১৮ অভিবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কমপক্ষে ৫০ অভিবাসী এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
আইওএম বলেছে, তোবরুক উপকূলে নৌকাডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত ১০ জন জীবিতকে উদ্ধার করা হয়েছে।
ব্রিটি বাতা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত লিবিয়ার তোবরুক একটি উপকূলীয় শহর। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে লিবিয়ার শাসক মোয়াম্মার আল-গাদ্দাফির পতনের পর থেকে বিভিন্ন দেশের দারিদ্র্য এবং সংঘাত থেকে পালিয়ে ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে দেশটি। এই অভিবাসীরা মরুভূমি ও ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।
আইওএম বলছে, নিরাপত্তা ও সুযোগের খোঁজে মানুষ কী ধরনের ভয়ানক ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে, এই দুর্ঘটনা তারই প্রমাণ। লিবিয়া এখনও অভিবাসী ও শরণার্থীদের প্রধান ট্রানজিট পয়েন্ট। যদিও এই দেশটিতে পৌঁছানো অভিবাসীরা প্রায়ই শোষণ, নির্যাতন ও প্রাণহানির মতো বিপদের সম্মুখীন হন।
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানায় লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।