দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎসংকট ও রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকে পার্লামেন্ট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। আজ (শনিবার) এ তথ্য জানায় আল-জাজিরা।
আল-জাজিরা জানায়, শুক্রবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তারা সেখানে ভাঙচুর চালায়। পরে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের কিছু অংশ পুড়ে গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পার্লামেন্ট ভবন খালি ছিল।
শুক্রবার অন্যান্য শহরেও বিক্ষোভ হয়। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর রাজধানী ত্রিপোলিতে কয়েকশ’ বিক্ষোভকারী সেন্ট্রাল স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বাড়ানো ও খাদ্যপণ্যের দাম কমানোর দাবি জানান তারা।
লিবিয়ায় কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং চলছে। রাজনৈতিক বিরোধের কারণে কিছু তেলক্ষেত্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিলে পরিস্থিতির আরও অবনতি হয়।