গত ২৪ ঘন্টায় লেবাননজুড়ে ইসরাইলি বোমা হামলায় ৩৭ জন নিহত এবং দেড়শতাধিক মানুষ আহত হয়েছে। সবচেয়ে বেশি হামলা হচ্ছে রাজধানী বৈরুতে। শুক্রবার (৪ঠা অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাজর ওপর ইসরাইলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে।

লেবাননে ইসরাইলি হামলায় মোট নিহতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৪ জনে। তাদের মধ্যে অন্তত ১২৭ শিশু। এ ছাড়া এ হামলায় আহতদের সংখ্যা ৯ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে।

এদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এ দিন নিহত ইসরাইলি কমকর্তা ও সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে। ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরাইলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর বোমা হামলা করা হয়।