লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণাঞ্চলের শহর হাসবায়াতে ইসরাইলি সেনাবাহিনী একটি আবাসিক হোটেল ও বাসভবনে পৃথক হামলায় ওই তিন সাংবাদিক নিহত হন। যে ভবনে তারা ঘুমাচ্ছিলেন সেখানে মারাত্মক হামলায় আরো কয়েকজন সাংবাদিকরা আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ অক্টােবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ। তবে নিহত সাংবাদিকদের নাম পরিচয় এবং কর্মস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সংশ্লিষ্ট আল-মানার টিভি জানিয়েছে, হাসবায়া অঞ্চলে বিমান হামলায় তাদের ক্যামেরা অপারেটর উইসাম কাসিম নিহত হয়েছেন।

স্থানীয় নিউজ স্টেশন আল জাদিদের প্রচারিত ফুটেজে দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমের অনেকগুলো শ্যালেট বিধ্বস্ত হয়ে গিয়েছে। সেইসাথে অনেক ভবন ধ্বসে পড়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে ড্রোন হামলায় আল-মায়াদিন টিভির দুই সাংবাদিক নিহত হন। এর এক মাস আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে রয়টার্সের ভিডিওগ্রাফার ইসাম আবদাল্লাহ নিহত হন এবং ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও কাতারের আল-জাজিরা টেলিভিশনের অন্যান্য সাংবাদিক আহত হন।