নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পর আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরাইল। লেবাননের বালবেক শহরে সিরিজ বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর আক্রমণের শিকার নাবাতিয়াও। এদিকে, গাজায় অব্যাহত হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ।

মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোস্টেইন গত মঙ্গলবার (১৯শে নভেম্বর) লেবানন সফর করেন। ওই সময়ে তিনি বলেন, ‘আমাদের মাঝে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে’। মার্কিন এই মধ্যস্থতাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী কাটজের সঙ্গেও সাক্ষাত করেন।  লেবাননের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে বৈরুত কিছুটা পরিবর্তন চেয়েছে। দক্ষিণ লেবানন থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে নিশ্চিয়তা চাওয়া হয়েছে।

গত এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইরান সমথিত ভারী অস্ত্রে সুসজ্জিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের অবসান ঘটাতে খুব জোরেসোরে কূটনৈতিক তৎপরতা চলছে। লেবাননের বালবেক হারমেল প্রদেশের গভর্নর বাছের খদর বলেন, বালবেক অঞ্চলে ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। এক্স পোস্টে তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে। সিরিয়ার সীমান্ত অঞ্চলটি লেবাননের শিয়া ইসলামপন্থী হিজবুল্লাহর দখলে রয়েছে।