লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর খিয়ামে একটি গাড়িতে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া টিরি গ্রামে ইসরায়েলের হামলায় দুজন নিহত হন। তবে নিহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

ইসরাইলে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে লেবাননের স্বশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জুলাই মাসে বৈরুতে সংগঠনটির শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিক্রিয়ায় এই ঘোষণা দিয়েছে যোদ্ধারা।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা প্রচুর সংখ্যক ড্রোন এবং রকেট দিয়ে ইসরাইলে আক্রমণ শুরু করেছে। এদিন ইসরাইলের অন্তত ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এ হামলায় ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। হামলার পর লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে তারা।

এদিকে, ইসরাইল বলছে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা ব্যার্থ করতে দক্ষিণ লেবাননজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি নৌসেনা নিহত হয়েছে বলে দাবি ইসরাইলের।