লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৈরুর হারেত রেইত এলাকায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৪ জন। হিজবুল্লাহর সামরিক উপদেষ্টা মুহসিন শোকরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে দাবি করেছে তেল আবিব।

এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ধোঁয়া দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ মুসিন শুকুরকে হত্যার উদ্দেশ্যে বৈরুতে এ হামলা চালানো হয়েছে। শুকুর ছিলেন হিজবুল্লাহর কৌশলগত ইউনিটের প্রধান এবং হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর ‘ডান হাত’। তিনি তার ‘যুদ্ধকালীন অপারেশন পরিকল্পনা ও পরিচালনার উপদেষ্টা’ ছিলেন। গত শনিবার গোলান মালভূমির মাজদাল শামসে হামলার জন্য তাকে দায়ী করছে ইসরাইল।

তবে ফুয়াদ মুসিন শুকুর বেঁচে আছেন বলে দাবি করছে হিজবুল্লাহ। সেইসাথে মাজদাল শামসে রকেট হামলার দাবি আরও একবার নাকচ করেছে গোষ্ঠীটি।

গাজায় আগ্রাসনের পাশাপাশি ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহও। এতে দুইদেশের মধ্যে সহিংস সংঘাত বাড়ছে।