লেবাননে যোগাযোগের জন্য হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা পেজার বিস্ফোরণে এক শিশুসহ অন্তত নয়জন নিহত ও আরও ২৭৫০ জন আহত হয়েছেন, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও আছেন বলে বিবিসি জানিয়েছে।

মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত ও আরও বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতের অনেকেই হিজবুল্লাহর যোদ্ধা। এসব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায় দিয়েছে লেবাননের এ সশস্ত্র গোষ্ঠীটি।

এসব বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ি করেছে সশস্ত্র গোষ্ঠীটি, তবে এ বিষয়ে কোন মন্তব্য করেটি তেল আবিব।

ইরানের সমর্থন পাওয়া গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত ও আরও বেশ কয়েকটি শহরে একযোগে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। যে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটেছে সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিট ও ইনস্টিটিউশনের কর্মীরা ব্যবহার করতো। এসব বিস্ফোরণে তাদের অন্তত দুই যোদ্ধা নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২হাজার ৭৫০জন।

হিজবুল্লাহ এইসব বিস্ফোরণকে ‘অপরাধমূলক আগ্রাসন’ অভিহিত করে এর জন্য ইসরায়েল ‘উপযুক্ত শাস্তি’ পাবে বলে জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, পেজার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও রয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, পেজার বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এ ঘটনার জন্য কারা দায়ী, তা–ও তাঁরা জানেন না।