লেবাননের বৈরুতে ইসরাইলের বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। মরদেহ স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

এক শোকবার্তায় দূতাবাস জানিয়েছে, নিজাম শনিবার বিকেলে হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে কফি শপে গিয়েছিলেন। সে সময় ইসরাইলি বিমান হামলায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

লেবাননে অবস্থানরত নিজামের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট না থাকায় মরদেহ দেশে আনা সম্ভব হবে না বলে নিহতের স্ত্রীকে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।