লেবাননের দুটি হাসপাতালে ইসরায়েলের হামলায় দুই স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এতে হাসপাতাল দুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

তাছাড়া ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে। এতে একটি শিশু গুরুতর আহত এবং হাসপাতালের নার্সারি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়াও, ইসরায়েলি একটি ড্রোন ইন্দোনেশিয়ান হাসপাতালের গেট ও দেয়ালে আঘাত করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর টেবনাইনের সরকারি হাসপাতালের আশেপাশে ইসরাইলি হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জন আহত হয়েছে হাসপাতালের ভিতরে ও ৩ জন আহত হয়েছে হাসপাতালের ভিতরে। পূর্বাঞ্চলীয় শহর বালবেকের সরকারি হাসপাতালেও পৃথক হামলার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানেও অনেক ক্ষতি হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় শহর বাজৌরিয়াহতে ইসরাইলি হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার পর এসব হামলার ঘটনা ঘটে।

গত দুই মাসে ইসরাইলের হামলায় ৮৫ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসা কর্মীদের সুরক্ষার জন্য তাদের আবেদন পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।