কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন বিরাট কোহলি। আজ (বুধবার) ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছেন ভারতীয় এই ব্যাটার। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিজের করে রেখেছিলেন শচিন।
স্মরণীয় সেঞ্চুরির পর কোহলির উদযাপন হলো দেখার মতো। ডাবলস পূর্ণ করে লাফ দেন শূন্যে। এরপর ব্যাটটা হাত থেকে রেখে গ্লাভস ও হেলমেট খুলে রাখেন। তারপর মাথা নুইয়ে ফেলেন। মাঠে থাকা নিজের আদর্শ শচিনকে সম্মান জানান। শচিনকে সাক্ষী রেখে শচিনের মাঠেই কোহলি তাকে টপকে গেছেন। সেটাও বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে! গ্যালারিতে ছিলেন কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামীর গৌরবময় অর্জনে উচ্ছ্বসিত আনুশকা উড়ন্ত চুমু ছুঁড়ে দেন কোহলির দিকে।
উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ডেভন কনওয়ের ক্যাচে থামেন ১১৭ রান করা কোহলি। ১১৩ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। এই ইনিংস খেলার পথে মোট তিনটি রেকর্ড গড়েছেন কোহলি। ৫০তম শতকের পাশাপাশি বাকি দুটি রেকর্ড হলো— বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান (৭১১) ও সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস (আটটি)।
এই রেকর্ড তিনটির সঙ্গে এতদিন জড়িয়ে ছিল শচিনের নাম। তিনটিই ভেঙে দিয়েছেন কোহলি। এক বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের আগের কীর্তি ছিল শচিনের। ২০০৩ সালের বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন তিনি। ওই বিশ্বকাপেই সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন। গত ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসানও সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে শচিনের পাশে বসেছিলেন। এবার দুজনকেই ছাড়িয়ে গেছেন কোহলি। বিশ্বকাপের এক আসরে ৭০০ রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটারও তিনি।
এবারের বিশ্বকাপে কোহলির এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে লিগ পর্বে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৩ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। গত ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে হাঁকানো শতকে শচিনের পাশে বসেছিলেন তিনি।