দুইদিনের সফরে আগামী শনিবার (৬ আগস্ট)ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক ও বহুপক্ষীয় বিষয়েও আলোচনা হতে পারে।

আগামী ৭ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। বৈঠকগুলোতে ঢাকা-বেইজিংয়ের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে।

এদিকে,বাংলাদেশ ‘এক চীন নীতি’ মেনে চলবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বিবৃতিতে তাইওয়ানের ব্যাপারে চীনের আইনসম্মত ও ন্যায্য অবস্থান বাংলাদেশ বুঝবে ও সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেন লি।