নতà§à¦¨ পà§à¦°à¦§à¦¾à¦¨ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনার (সিইসি) কাজী হাবিবà§à¦² আউয়াল ও চার কমিশনার শপথ নিয়েছেন। রোববার বিকেলে সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° জাজেস লাউঞà§à¦œà§‡ পà§à¦°à¦§à¦¾à¦¨ বিচারপতি হাসান ফয়েজ সিদà§à¦¦à¦¿à¦•à§€ তাদের শপথ পাঠকরান।
বিকেল ৪টা ৪০ মিনিটে পà§à¦°à¦¥à¦®à§‡ সিইসিকে শপথবাকà§à¦¯ পাঠকরান পà§à¦°à¦§à¦¾à¦¨ বিচারপতি। à¦à¦°à¦ªà¦° বাকি চার কমিশনারকেও শপথবাকà§à¦¯ পাঠকরান তিনি। সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রেজিসà§à¦Ÿà§à¦°à¦¾à¦° জেনারেল মো. আলী আকবর শপথ অনà§à¦·à§à¦ ান পরিচালনা করেন।
গতকাল শনিবার পà§à¦°à¦§à¦¾à¦¨ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবà§à¦² আউয়ালকে নিয়োগ দেন রাষà§à¦Ÿà§à¦°à¦ªà¦¤à¦¿ মো. আবদà§à¦² হামিদ। à¦à¦•à¦‡ সঙà§à¦—ে চার কমিশনারকেও নিয়োগ দেন রাষà§à¦Ÿà§à¦°à¦ªà¦¤à¦¿à¥¤ ঠবিষয়ে মনà§à¦¤à§à¦°à¦¿à¦ªà¦°à¦¿à¦·à¦¦ বিà¦à¦¾à¦— থেকে পৃথক পà§à¦°à¦œà§à¦žà¦¾à¦ªà¦¨ জারি করা হয়। সংবিধানের ১১৮ (১) অনà§à¦šà§à¦›à§‡à¦¦à§‡ দেওয়া কà§à¦·à¦®à¦¤à¦¾à¦¬à¦²à§‡ রাষà§à¦Ÿà§à¦°à¦ªà¦¤à¦¿ ঠনিয়োগ দিয়েছেন বলে পà§à¦°à¦œà§à¦žà¦¾à¦ªà¦¨à§‡ উলà§à¦²à§‡à¦– করা হয়।
নিয়োগপà§à¦°à¦¾à¦ªà§à¦¤ চার কমিশনার হলেন সাবেক জেলা ও দায়রা জজ রাশিদা সà§à¦²à¦¤à¦¾à¦¨à¦¾, বà§à¦°à¦¿. জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর à¦à¦¬à¦‚ সাবেক সিনিয়র সচিব আনিছà§à¦° রহমান।
উলà§à¦²à§‡à¦–à§à¦¯, পà§à¦°à¦§à¦¾à¦¨ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনার à¦à¦¬à¦‚ অনà§à¦¯à¦¾à¦¨à§à¦¯ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনারদের নিয়োগের লকà§à¦·à§à¦¯à§‡ ১০ জনের নাম সà§à¦ªà¦¾à¦°à¦¿à¦¶à§‡à¦° জনà§à¦¯ গত ৫ ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿ ৬ সদসà§à¦¯à§‡à¦° সারà§à¦š কমিটি গঠন করেন রাষà§à¦Ÿà§à¦°à¦ªà¦¤à¦¿à¥¤ সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° আপিল বিà¦à¦¾à¦—ের বিচারপতি ওবায়দà§à¦² হাসানকে à¦à¦° পà§à¦°à¦§à¦¾à¦¨ করা হয়।
যোগà§à¦¯ বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦¦à§‡à¦° নাম বাছাই করতে গত ১২ ও ১৩ ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿ বিশিষà§à¦Ÿ বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦¦à§‡à¦° সঙà§à¦—ে তিনটি বৈঠক করে সারà§à¦š কমিটি। à¦à¦¸à¦¬ বৈঠকে অংশ নেওয়া বিশিষà§à¦Ÿà¦œà¦¨à¦°à¦¾ নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনার হিসেবে যোগà§à¦¯ বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦¦à§‡à¦° কিছৠনাম পà§à¦°à¦¸à§à¦¤à¦¾à¦¬ করেন।
à¦à¦›à¦¾à§œà¦¾ সারà§à¦š কমিটির পকà§à¦· থেকে বিà¦à¦¿à¦¨à§à¦¨ রাজনৈতিক দলের কাছে à¦à¦¬à¦‚ বà§à¦¯à¦•à§à¦¤à¦¿ পরà§à¦¯à¦¾à§Ÿà§‡ সবার কাছে নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনার হিসেবে যোগà§à¦¯ বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦¦à§‡à¦° নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে বà§à¦¯à¦•à§à¦¤à¦¿à¦—তà¦à¦¾à¦¬à§‡à¦“ নাম পাঠান। তবে বিà¦à¦¨à¦ªà¦¿ ঠপà§à¦°à¦•à§à¦°à¦¿à§Ÿà¦¾à§Ÿ অংশ নেয়নি।
সারà§à¦š কমিটির কাছে মোট ৩২২ জনের নাম জমা পড়ে। à¦à¦°à¦ªà¦° তারা কয়েকটি বৈঠক করে ওই ৩২২ জন থেকে ১০ জনের নাম চূড়ানà§à¦¤ করেন। ২৪ ফেবà§à¦°à§à§Ÿà¦¾à¦°à¦¿ রাতে ১০ জনের ঠতালিকা রাষà§à¦Ÿà§à¦°à¦ªà¦¤à¦¿à¦° কাছে জমা দেন সারà§à¦š কমিটির সদসà§à¦¯à¦°à¦¾à¥¤ ওই ১০ জন থেকে ৫ জনকে নিয়ে নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন গঠন করেন রাষà§à¦Ÿà§à¦°à¦ªà¦¤à¦¿à¥¤