পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসেছে আজ। সকালে অধিবেশনের শুরুতে পার্লামেন্টের নতুন সদস্যদের (এমপি) শপথ পড়ান স্পিকার রাজা পারভেজ আশরাফ। তবে নির্বিঘ্ন ছিল না ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন। অধিবেশনে হট্টগোল হয়েছে। বিক্ষোভ করেছেন পার্লামেন্টের পিটিআই-সমর্থিত সদস্যদের অনেকেই।
এক প্রতিবেদনে ডন জানিয়েছে, দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার (১লা মার্চ) নির্বাচন করা হবে জাতীয় পরিষদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর অধিবেশনের তৃতীয় দিন শনিবার (২রা মার্চ) নির্বাচন করা হবে জাতীয় পরিষদের নেতা বা পরবর্তী প্রধানমন্ত্রী। নির্বাচিত সদস্যরা গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন।
প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের মনোনীত প্রার্থী শাহবাজ শরিফকে মনোনীত করেছে। এরইমধ্যে শাহবাজ শরিফকে সমর্থন দিয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি। আর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওমর আইউবকে সমর্থন দিয়েছে।
এদিকে, প্রথম দিনের অধিবেশনে জাতীয় পরিষদে স্লোগান দিয়েছে ইমরান পন্থী সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) পোস্ট করা ভিডিও চিত্রে দেখা গেছে, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংসদ সদস্যরা ইমরানপন্থি স্লোগান দিচ্ছেন। এসময় ‘ইমরান খান জিন্দাবাদ’ এবং ‘পিটিআই এসেছে’ বলে স্লোগান দেন পিটিআই ও এসআইসি-এর নির্বাচিত সংসদ সদস্যরা।