দ্বাদশ জাতীয় সংসদের ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম পপি শপথ গ্রহণ করেছেন। সোমবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি এবং নাহিম রাজ্জাক এমপি উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল স্থগিত রাখা হয়। পরে গত ১৩ জানুয়ারি শনিবার ওই স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নিলুফার আনজুম ৫৪ হাজার ৪৯০ ভোট পেয়ে বিজয়ী জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।