শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কুমারা দিশানায়েকে। স্থানীয় সময় সোমবার (২৩শে সেপ্টেম্বর) প্রেসিডেন্ট সচিবালয়ে তিনি শপথ নেন।

শ্রীলঙ্কার নাগরিকদের আস্থা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিক অনূঢ়া কুমারা দিসানায়েকে। মূল প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহেকে ধরাশায়ী করে জয়ী হন তিনি।

২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর, ২৩শে সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটিতে।

প্রথম দফা ভোট গণনায় কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোট গণনা। অনূঢ়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার নেতা সাজিথ প্রেমাদাসা।

দ্বিতীয় দফার ভোটে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। শ্রীলংকার ৮ম প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ বছর বয়সী দিশানায়েকে ৪২ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন।

এদিকে, নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।