শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
আজ রোববার (২৩শে অক্টোবর) ভোরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে স্বর্ণদ্বীপ প্লাজা নামে একটি লঞ্চ ডামুড্যা যাচ্ছিল। এসময় গোসাইরহাটের সাইক্ষ্যা ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংকি নিচে পড়ে যায়। এসময় নিচে শুয়ে থাকা যাত্রীদের শরীরে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষনিক ৫ জনকে উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।