ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্ণ হওয়ায় এবং আন্দোলনের সময় নিহতদের স্মরণে প্রতিটি জেলায় শহীদি মার্চ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রধান সড়ক ও অলি-গলি। এ সময় রাষ্ট্র সংস্কারের আন্দোলন যারা বাধাগ্রস্ত করবে তাদের প্রতিহত করার অঙ্গীকার করে ছাত্র-জনতা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ। দিনটি উপলক্ষ্যে আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অভ্যুত্থানের শহীদদের স্মরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে শুরু হয় ‘শহীদি মার্চ’ কর্মসূচি। নগরীর চাষাঢ়ায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা।
রাজবাড়ীতে শহরের পান্না চত্বর থেকে শহীদী মার্চ বের করে শিক্ষার্থীরা। এতে অংশগ্রহণ করে সাধারণ মানুষ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানে আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হয়।
শরীয়তপুরে শহীদি মার্চ শুরু হয় শরীয়তপুর সরকারি কলেজ গেট থেকে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
খুলনায় শহীদি মার্চের কর্মসূচি পালন করা হয়েছে। নগরীতে পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পথসমাবেশ। এসময় বক্তারা, আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাবনায় কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নামে। সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বের হওয়া শহীদি মার্চ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরোপয়েন্ট শহীদ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র-জনতার ওপর চালানো হামলার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
নাটোরে নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ চত্বর থেকে শহীদি মার্চ শুরু হয়। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, আন্দোলনের বিপক্ষের শক্তি দেশে যাতে কোন বিশৃংঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ছাত্র-জনতার অংশগ্রহণে বরিশালে শহীদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। স্বৈরশাসককে হঠানোর মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা রক্ষা করার লক্ষ্যে সকলকে এসময় কাজ করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। বৃন্দাবন সরকারী কলেজ থেকে সকালে পদযাত্রা বের করা হয়।
সুনামগঞ্জে শহীদি মার্চ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ৫ই আগস্টের নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে। রাষ্ট্র সংস্কারের আন্দোলন বাধাগ্রস্ত করলে তা প্রতিহত করার ঘোষণা দেন ছাত্র-জনতা।