বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নিহত আব্দুল্লাহর বাড়িতে যান স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. আবু জাফর।
বুধবার (২০ নভেম্বর) রাত আটটার দিকে বেনাপোল পৌরসভার বড় আচড়া এলাকায় তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নেন। পরে তার কবর জিয়ারত করে রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যু বরণকারী সকলের পরিবারের ন্যায় আব্দুল্লাহর পরিবারও বিচার পাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূর জাহান বেগমসহ সকল উপদেষ্টারা এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি রক্তের ঋণ কিছুটা হলেও যেন শোধ করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা এডিসি এসএম শাহিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী ভূমি কমিশনার নুসরাত ইয়াসমিন,জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খাতুন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।