কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান। এসময় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, ভাষা আন্দোলনের চেতনা ভুলুন্ঠিত হওয়ার অভিযোগ করে গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষনা দেয় বিএনপি’র সিনিয়র নেতারা।

বাংলা ভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ করে গেছেন সেই অমর শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জনাতে আসেন বিশিষ্টজনেরাও।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, যারা একুশের চেতনায় বিশ্বাস করে না তারা স্বাধীনতার চেতনাও বিশ্বাস করেনা।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতারাও। এসময় দেশে গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরিয়ে আনার অঙ্গিকার করেন বিএনপি  নেতা খন্দকার মোশাররফ হোসেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। এসময় তারা বলেন, বাংলাকে শুধু সাহিত্যের ভাষা হিসেবে সীমাবদ্ধ না রেখে চিকিৎসা ও প্রকৌশলসহ সকল প্রকার চর্চার ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। প্রমিত ভাষা চর্চারও আহ্বান তাদের।

এদিন কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।