কলম্বিয়ার জনপ্রিয় পপস্টার শাকিরার বিরুদ্ধে ১৭ মিলিয়ন ডলার কর ফাঁকির মামলা হয়েছে। ফলে স্পেনে বিচারের মুখোমুখি হতে পারেন এই গায়িকা। সিএনএনের বরাতে বলা হয়েছে, আদালতের কাছে শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে।
বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ওই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি স্পেনে থেকেছেন। আর তাই দেশকে কর দিতে তিনি অঙ্গীকারবদ্ধ। এই সময়ে ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো কর দেয়ার কথা ছিল এই গায়িকার। কিন্তু তিনি তা না দেয়ায় কর ফাঁকি দেয়ার এই অভিযোগ তুলেছেন স্প্যানিশ প্রসিকিউটর।
স্থানীয় সময় শুক্রবার (২৯শে জুলাই) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ান গায়িকার কর ফাঁকি দেয়ার অভিযোগে আট বছরের কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটর
মামলাটি নিষ্পত্তির জন্য প্রস্তাব পাঠানো হলে এই সপ্তাহের শুরুতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন শাকিরা।
শাকিরা বলে আসছেন তিনি নির্দোষ। পুরো বিষয়টি আইনের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। ১১ বছরের সম্পর্ক ছিল তাদের। পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বার্সেলোনাতে থাকতে শুরু করেন সঙ্গীতশিল্পী। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেখানেই ছিলেন শাকিরা। তবে তার আইনজীবীর দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল শাকিরার নাম।
১২ বছরের সম্পর্ক শেষ করে চলতি বছরের শুরুতে পিকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন শাকিরা। তাদের দুই সন্তান আছে এবং এই সন্তানরা কাদের কাছে থাকবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।