যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত উদ্বেগজনক পর্যায়ে পেৌছে গেছে। বিভিন্ন অঙ্গরাজ্যে সম্প্রতি বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু শিকাগো অঙ্গরাজ্যেই গোলাগুলিতে ১৪ জন নিহত ও ৮৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনকালে রক্তাক্ত এই সংঘাত হয়।
ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার থেকে বোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় এই গোলাগুলির ঘটনা ঘটে। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে উৎসব চলছিল।
শিকাগোর হতাহত নিয়ে যুক্তরাষ্ট্রে ওই ৭২ ঘণ্টায় দেড় শতাধিক মানুষ গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার থেকে রোববার পর্যন্ত সারাদেশে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর দিয়েছে প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।
এদিকে আনাদোলুর খবরে বলা হয়েছে, শিকাগোর ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ৫ বছরের মেয়ে শিশু ও ৬ বছরের আরেক শিশু। তারা কাছাকাছি এলাকায় প্রায় কাছাকাছি সময়ে প্রাণ হারায়। পৃথক ঘটনায় দুপক্ষের গোলাগুলিতে এই দুই শিশু ভূক্তভোগী হয়েছে। হতাহতদের বেশিরভাগই এই হামলার ভূক্তভোগী। দুগ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে তারা প্রাণ হারিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শিকাগোর পুলিশ সুপারেন্টেন্ড ড্যাভিড ব্রাউন বলেন, বেশিরভাগ ঘটনায়ই নিরপরাধরা হতাহত হয়েছেন। নিষ্পাপ শিশুও প্রাণ হারিয়েছে।
শিকাগোতে ছুটি ও উৎসবের দিনগুলোতে অপরাধ বেড়ে যায়। হতাহতদের মধ্যে ১০ জন পুলিশ সদস্যও রয়েছেন।
২০২০ সালে শিকাগোতে গুলিতে মারা গেছেন ৭৭৪ জন। এবার সেই রেকর্ড ভেঙে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর গত বছর স্বাধীনতা দিবসের উৎসব উপলক্ষে চলা ছুটিতে ৭৭ জন গুলিবিদ্ধ হয়েছিলেন, মারা গেছেন ১৭ জন।
পুলিশ বলছে, গত বছরের এই সময়ের চেয়ে ৪০ ভাগ সহিংসতা বেড়েছে। ।
শিকাগো পুলিশ সুপার ডেভিড ব্রাউনের মতে, ‘বছরের সবচেয়ে চ্যালেঞ্জিং সপ্তাহান্ত’ ছিল এবারের স্বাধীনতা দিবস। ৮৮ জন মানুষকে গুলি করা হয় এ সময়, যাদের মধ্যে নিহত হয় ১৪ জন। এর মধ্যে ৫ ও ৬ বয়সী মেয়ে শিশুও রয়েছে। আছে সেনা সদস্যও।
এ ছাড়া আটলান্টা, ভার্জিনিয়া, ডালাসসহ একাধিক এলাকায় সংগঠিত সহিংসতার তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।