কোটা আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়। বিএনপি জামায়াতের রাজনৈতিক ফায়দা লুটার হাতিয়ার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ই জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে কোটাবিরোধী আন্দোলনের বিপরীতে বিএনপি-জামায়াত তাদের পুরোনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করে ইতোমধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে।’

সেতুমন্ত্রী বলেন, আন্দোলনের সহিংসতায় ৩০০ ছাত্রলীগ নেতাকর্মী মারাত্মক আহত হয়েছে। নারী শিক্ষার্থী, পুলিশ ও সাংবাদিক, শিক্ষক হামলার শিকার হয়েছে। এধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনী জড়িত। তারেক রহমানের ক্যাডার দিয়েই এসব সম্ভব।

তিনি বলেন, বিএনপির পলাতক নেতা তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ ছাত্রদের সাথে মিশে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। সরকার হটানোর দুরভিসন্ধি তাদের মধ্যে কাজ করছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বাত্মক প্রস্তুুতি নিয়ে প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, দ্রুত এই ষড়যন্ত্রের স্বরূপ উদঘাটিত হবে। সন্ত্রাস সহিংসতার মাধ্যমে যারা এই পরিস্থিতি তৈরি করেছে, কারা উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। জনগণের নিরাপত্তা ও জানমালের ক্ষতি হয় এমন কাজ মেনে নেয়া হবে না।