স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস এখনও উত্তপ্ত। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় ও বিক্ষোভ মিছিল বের করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে, সংঘর্ষের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত অনুযায়ি সব ক্লাস-পরীক্ষা দুদিনের জন্য স্থগিত রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় শনিবার স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সবশেষ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান আন্দোলনরতরা। তবে সংঘর্ষে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়িরা।

এর আগে, শনিবার সন্ধ্যায় বিনোদপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। প্রায় আট ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দেড়শ’রও বেশি শিক্ষার্থী আহত হন। আগুন দেওয়া হয় বিনোদপুর বাজারের কয়েকটি দোকান ও পুলিশ বক্সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ পরিস্থিতিতে রবি ও সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।