শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অটিস্টিক শিশুদের বয়সসীমা শিথিল করার চিন্তা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এছাড়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এরকম বিশেষ চাহিদা সম্পন্নদের আলাদা যুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করছে সরকার। আজ (রোববার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউিটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, ‘অটিস্টিক শিশুরা সুবর্ণ শিশু। তাদের একেক-জনের একেক ধরণের প্রতিভা রয়েছে। সেগুলোকে ঠিকভাবে পরিচর্যা করা হলে এই শিশুরা রাষ্ট্রের সম্পদে পরিণত হবে। একটা সময় অটিস্টিক শিশুদের পরিবার ও সমাজের জন্য বোঝা মনে করা হতো। প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের আন্তরিক প্রচেষ্টায় দেশে এখন অটিস্টিক শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ নানান বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। সচেতন হয়েছে পরিবার ও সমাজ’।