শুরু হলো বিজয়ের মাস, ডিসেম্বর। ১৯৭১ সালে এই ডিসেম্বর মাসেই পাকিস্তানের শোষণ-বঞ্চণার উপনিবেশ থেকে বিজয় লাভ করে সাড়ে সাত কোটি বাঙালী। পায় নিজেদের একটি স্বতন্ত্র ভূ-খন্ড, একটি স্বাধীন দেশ- বাংলাদেশ।
বিজয়ের পঞ্চাশ বছর পেরিয়ে স্বদেশভূমি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালীর গর্বের এই মাসের প্রথম প্রহরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের বেদীতে প্রদীপ প্রজ্জ্বলন করে ও ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ (পহেলা ডিসেম্বর) রাত ১২ টা এক মিনিটে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এসময় তারা বলেন, ‘সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে স্বেচ্ছাসেবক লীগ। দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দেয়ার কথাও বলেন তারা।’
শিখা চিরন্তন রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত মুক্তিযুদ্ধের একটি স্মরণ স্থাপনা। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবর রহমান এই স্থানটিতে দাঁড়িয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে ১৯৯৬ সালে শিখা চিরন্তন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে ১৯৯৭ সালের ৭ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রোজ্জ্বলন এবং দেশব্যাপী শোভাযাত্রার উদ্বোধন করেন।