শিগগিরই বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা জলদস্যুমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (বৃহস্পতিবার) দুপুরে, চট্টগ্রামে র্যাাব-৭ এর সদর দপ্তরে জলদস্যুদের র্যাবের কাছে আত্মসমর্পণ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
এসময় তিনি বলেন, যারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের পুনর্বাসন করবে সরকার। অনুষ্ঠানে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের ১২টি দস্যু বাহিনীর মোট ৫০জন জলদস্যু র্যাব-৭ এর তত্ত্বাবধানে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। এই ৫০জন জলদস্যুর আত্মসমর্পণে মধ্যস্থতা করেছে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল- ‘নিউজ টোয়েন্টি ফোর’।