অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে। এ বিষয়ে ওয়াশিংটন থেকে কারিগরি সহযোগিতা নেওয়া হবে। পাচার তো এক দিনে হয়নি তাই এই অর্থ ফিরিয়ে আনতেও সময় লাগবে। অলরেডি একটি টাক্সফোর্স কাজ করছে। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহযোগিতা লাগবে। এ বিষয়ে গভর্নরের সঙ্গে কথা হয়েছে। উনি ওয়াশিংটন গেছেন, আমরাও যাচ্ছি। অতএব এটা আমাদের একটা প্রায়োরিটি (অগ্রাধিকার)। এটা নিয়ে কাজ হচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেন, টিসিবি ছাড়াও বেসরকারি কিছু সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। কৃষি বিপণন কেন্দ্রের কার্যকরিতা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, পাচার করা অর্থ ফিরিয়ে কাজ শুরু হয়েছে। এজন্য কমিশন গঠনের প্রয়োজন নাই। একটি টাস্কফোর্স আছে, তারাই কাজ করছে। তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে দিনক্ষণ বলা যাচ্ছে না।
তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন গভর্নর। সেখানে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা হবে।