স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়োদলিদের কাছে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মঙ্গলবার (২৩শে মে) রাতে জোসে জরিলা স্টেডিয়ামে ৩-১ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। দারুণ এই জয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো তারা। শিরোপা নিশ্চিত হওয়ার পর যেন জয়ের ক্ষুধা ফুরিয়ে গেছে বার্সেলোনার। তাদের পারফরম্যান্সে সেটাই যে ফুটে উঠল। গত ১৪ মে এস্পানিওলকে হারিয়ে তিন মৌসুম পর আবার লিগ চ্যাম্পিয়ন হয় শাভির দল। এরপর ১০ দিনের মধ্যে দুই ম্যাচ খেলে দুইটিতেই হারল তারা।
ম্যাচ শুরুর ৮২ সেকেন্ডের মাথাতেই প্রথম গোল খেয়ে বসে বার্সা। তাও ছিল আত্মঘাতী। ডাইভিং হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। শুরুতেই বার্সেলোনার রক্ষণের ভুলে এগিয়ে যাওয়া ভায়োদলিদ পরের ১০ মিনিটে আরও কয়েকটি ভালো আক্রমণ করে।
অপরদিকে বার্সা ছিল নিষ্প্রাণ। ত্রয়োদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে তারা। তবে ২২তম মিনিটে আবার ভুল করে বসে কাতালুনিয়ার দলটি। ডি বক্সে গনসালো প্লাতাকে ফেলে দেন দেন বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়া। তাতে পেনাল্টিটি পায় ভায়োদলিদ।
সেখান থেকে চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কাইল ল্যারিন। দুই গোল খেয়ে আক্রমণের গতি বাড়ায় বার্সা। বেশ কয়েকটি সফল আক্রমণ করলেও প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানেই। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। যার সুফল প্রথমে পায় ভায়োদলিদ।
৭৩তম মিনিটে প্রতি-আক্রমণে স্কোরলাইন ৩-০ করেন প্লাতা। পাঁচ মিনিট পর পোস্টে বল না ফিরলে ব্যবধান বাড়তে পারতো আরও। ৮৪তম মিনিটে অবশেষে একটি গোলের দেখা পায় বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের থ্রু পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে শটে বল জালে পাঠান লেভানদোভস্কি।
৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৮৫। ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১।