প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক গুণাবলী নিয়ে শিশুদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। সাংস্কৃতিক চর্চা, বই পড়ার দিকেও নজর দিতে হবে। সার্বিকভাবে নিজেদের তৈরি করতে হবে।
আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের পরিবারের সবাই ফুটবল পছন্দ করে। বঙ্গবন্ধু খেলতেন, আমার নাতি-নাতনীরাও খেলে। আমরা সব সময় খেলাধুলার সাথে আছি। এই স্কুল প্রতিযোগির মধ্যে দিয়ে আগামী দিনে আরো ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। আন্তর্জাতিক পর্যায়ে তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই খেলাধুলা, লেখাপড়াসহ সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, খেলাধুলায় যেমন শরীর চর্চা হয় তেমনি মানসিক শক্তি এনে দেয়। মনকে আরো উদার করে। প্রধানমন্ত্রী অভিভাবকদেরও খেলাধুলার সাথে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন যাতে বাচ্চারা খেলাধুলায় উৎসাহ পায়।
খেলাধুলার পাশাপাশি ছোট কোমলমতি শিশুদের পড়াশোনা ঠিক রাখার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
শিশুদের প্রতি উপদেশ দিয়ে সরকারপ্রধান বলেন, মনোযোগ দিয়ে পড়তে হবে। অভিভাবকদের কথা মানতে হবে। নিয়ম-কানুন মানতে হবে। সাংস্কৃতিক চর্চা, বই পড়ার দিকেও নজর দিতে হবে। মানবিক গুণাবলী নিয়ে সার্বিকভাবে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ।
প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে এই শিশুরাই বিশ্বকাপ খেলবে।
পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ীদের সাথে নিয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।