নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। ন্যায় নীতি, সত্য-মিথ্যার বিভেদ, সততা ও দেশপ্রেম নিয়ে শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে। এসব বিষয়ে অভিভাবকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এসময় রাষ্ট্রপতি বলেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তারাই ভবিষ্যতে দেশের দায়িত্ব নেবে, দেশকে এগিয়ে নেবে। এজন্য শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যার্জনের পাশাপাশি শিল্প সাহিত্য ও ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে শিশুদের সম্পৃক্ত করে মানসিক বিকাশের সুযোগ দিতে হবে’।

রাষ্ট্রপতি শিশুদের মেধা বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরির উপর জোর দেন। তিনি বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যেন শিশুরা সফলতা পায়, সেজন্য শিশুদের প্রশিক্ষণ দিতে হবে। তাদের বিকশিত করতে উপযুক্ত পরিবেশ, পরিচর্যা ও অনুপ্রেরণা দিতে হবে’।

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘শিশুদের জন্য তৈরি নীতিমালা গবেষণা ও চাহিদাভিত্তিক হতে হবে। তাদের মতামতে গুরুত্ব দিতে হবে এবং মতামতের প্রতিফলন ঘটাতে হবে’।

আবদুল হামিদ বলেন, ‘শিশুরা এখন খেলার মাঠে যায় না। সাহিত্য চর্চা করে না ও প্রকৃতি-পরিবেশ চিনে না। তারা ল্যাপটপ ও মোবাইলে আসক্ত। শিল্প প্রযুক্তির ক্ষতিকর দিক সম্পর্কে শিশুদের বোঝাতে হবে। এই দায়িত্ব অভিভাবকদের নিতে হবে’।

শিশুরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে পারে সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।