দেশে শিশুশ্রম এখনও আছে, তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ সোমবার (২রা অক্টবর) সকালে শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্পিকার জানান, আজকের শিশুরা জ্ঞান বিজ্ঞানে সুন্দর করে জেগে উঠলেই আগামী পৃথিবীর যোগ্য হয়ে উঠবে। একজন শিশুও যেন শিক্ষার বাইরে না থাকে তা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে শিশুদের জন্য আলাদা বাজেট করেছে সরকার। কন্য শিশুরা যেনো পিছিয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।