নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৪ই অক্টোবর) রাতে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর খাঁনপুর বাজার এলাকার কিশোর মো. শাওন, শাহ পরান ও মো. রিফাত।
স্থানীয়দের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাটিতে নবীগঞ্জ মেলায় ঘুরে ফিরছিলেন নিহতরাসহ তাদের বন্ধুরা। এসময় মাঝ নদীতে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ওই তিনজন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে বারটা পর্যন্ত নিখোঁজ তিনজন মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ আছে বলে কেউ জানায়নি। নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।