ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা কখনো বেশি আবার কখনো কম। তাপমাত্রার এমন বিরূপ প্রতিক্রিয়ায় আবারও উত্তরের জেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ।
রাজধানী ঢাকায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ চলছে। কুয়াশার সঙ্গে যোগ হয়েছে শীতল বাতাস। ধারণা করা হচ্ছে, এতে শীতের তীব্রতা আরও বাড়বে, সঙ্গে কুয়াশা। অন্যদিকে দেশের চারটি বিভাগ ও চারটি জেলাজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। বাকি এলাকাগুলোতে থাকছে তীব্র শীত।
অব্যাহত পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশার মাঝে তাপমাত্রার পারদ ওঠানামা করায় পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। তীব্র শীতের কারণে জবুথবু অবস্থা বিরাজ করছে জেলাজুড়ে। তবে বেলা গড়িয়ে সকাল সাড়ে ৯টা বাজলেও দেখা মেলেনি সূর্যের।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর শীতের দাপট বেড়েছে চুয়াডাঙ্গায়। বুধবার (২৪ জানুয়ারি) রাত থেকেই প্রচণ্ড শীত আর কুয়াশা পড়ছিল। বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার পর কুয়াশা কেটে গেছে। তবে কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীত পড়ছে।
তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকায় বৃহস্পতিবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলছে। চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ ভাগ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শীত চলতি জানুয়ারি মাসের পুরো সময়জুড়ে থাকতে পারে। তবে আগামী দুই থেকে তিন দিন দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং থাকতে পারে মেঘ। এতে তাপমাত্রা কিছুটা বেড়ে শীত সামান্য কমতে পারে। বঙ্গোপসাগর থেকে কোথাও কোথাও মেঘ ও বৃষ্টি আসতে শুরু করেছে। খুলনা ও বরিশালের আকাশে মেঘমালা হাজির হয়েছে। ফলে আজ দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এতে শীতের তীব্রতা খুব বেশি কমবে না।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার খুলনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল থেকে উপকূল পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, মেঘ দেশের উপকূলীয় এলাকা থেকে রাজধানীসহ মধ্যাঞ্চলজুড়ে বিস্তৃত হয়ে পড়তে পারে। ফলে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দু-এক দিন মেঘ-বৃষ্টি থাকতে পারে। তারপর আবারও শীত বাড়তে পারে।