মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। এ জনপদে চতুর্থবারের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রোববার (৫ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এই জনপদে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সাথে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা বেশি পড়ছে।

স্থানীয়রা বলছেন, কয়েক দিনের তুলনায় রাতে ও সকালে শীতের তীব্রতা বেড়েছে। ঠান্ডা বাতাসের কারণে বিনা কারণে এ সময়ে বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। তবে দিনের বেলা রোদ ও সূর্য ওঠায় মানুষজন একটু স্বস্তিতে থাকে।
 
অপরদিকে দেখা গেছে, শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়ছেন নদী কেন্দ্রীক নিম্ন আয়ের পরিবারের লোকজন।
 
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘টানা তিনদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’