শীত এলেই আমাদের ত্বক মলিন হতে শুরু করে যেন। বাইরের বিবর্ণ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ত্বকও প্রাণহীন হতে শুরু করে। শীতের রক্ষতার প্রথম ছাপই পড়ে আমাদের ত্বকে। এসময় চামড়া ফেটে যেতে পারে, দেখা দিতে পারে র্যাশ, ব্রণের মতো সমস্যা। শীতের মুখের ত্বক অনেকটাই রুক্ষ হয়ে যায়। তাই এসময় প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কিছু ঘরোয়া উপাদান। চলুন জেনে নেওয়া যাক শীতে ত্বকের যত্নের ঘরোয়া উপায়-
১। দুধের সর ত্বককে কোমল করে তুলতে সাহায্য করে। নিয়মিত গোসলের আগে দুধের সর ব্যবহার করতে পারেন।
২। নিয়মিত গোলাপ জল ব্যবহার করতে পারেন। গোলাপের জল ত্বককে ভেতর থেকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে।
৩। শীতে অবশ্যই ত্বকে গ্লিসারিন ব্যবহার করুন। এতে ত্বক হবে সুন্দর ও ঝলমলে। রোজ স্নানের পর গোটা শরীরে গ্লিসারিন মাখুন।
৪। নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করুন। এতে ত্বকের কোমলতা ফিরবে ও খসখসে ভাব ও নিমেষে দূর হবে।
৫। মধু ব্যবহার করুন। এই মধু ত্বককে খসখসেভাব থেকে রক্ষা করে। বেসনের সঙ্গে মধু মিশিয়ে মাখুন কাজ হবে।