বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। সেখানে বার্নার্ড আর্নল্টকে সরিয়ে তিন নম্বরে উঠে এসেছেন ভারতের গৌতম আদানি। টেসলার সিইও ইলন মাস্ক এক নম্বরে ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগের মতোই দুই নম্বরে আছেন।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ইলন মাস্কের সম্পত্তি কমেছে দুই দশমিক ২৯ বিলিয়ন ডলার। আর ২০২১ সালে এই শীর্ষ ধনীর সম্পত্তি কমেছে ১৯ বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে ২৫১ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক।
ইলনের মতো সম্পত্তি কমেছে বেজোসেরও। সর্বশেষ পরিসংখ্যানে তিনি হারিয়েছেন ৯৮১ মিলিয়ন ডলঅর। বর্তমানে অ্যামাজন প্রতিষ্ঠাতার সম্পত্তির পরিমাণ ১৫৩ বিলিয়ন ডলার। তবে এই সময়ে হুহু করে বেড়েছে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির সম্পত্তি। এক বছরে ৬০ বিলিয়ন ডলারের সম্পত্তি বেড়ে বিদ্যুৎ ও তেল ব্যবসায়ী আদানির। তার সম্পত্তির পরিমাণ ১৩৭ বিলিয়ন। এর মাধ্যমে এশিয়ার কোনো ব্যক্তি এই প্রথম শীর্ষ তিনের তালিকায় স্থান করে নিলেন।
ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশের সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী বলেও জানা গেছে। ১ দশমিক ৩৭ বিলিয়ন সম্পত্তি হারিয়ে বার্নার্ড আর্নল্ট নেমে এসেছেন চারে। তার মোট সম্পত্তি আছে ১৩৬ বিলিয়ন ডলারের। এরপর আছেন, মাইক্রোসফটের বিল গেটস (১১৭), আমেরিকান ব্যবসায়ী ওয়ারেন বাফেট (১০০), প্রযুক্তি ব্যবসায়ী ল্যারি পেজ (১০০) ও সার্জি ব্রিন (৯৫.৮)।