গত বছরের ২৮শে অক্টোবর রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের বাসে আগুনের ঘটনার মূল পরিকল্পনাকারী মনির মুন্সিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এসব কথা জানান।
সিটিটিসি প্রধান জানান, জনমনে আতঙ্ক ছড়াতে সিনিয়র নেতাদের নির্দেশেই বাসে অগ্নিসংযোগ করে আসামিরা।
গ্রেফতাররা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব মো. সাহেদ আহমেদ এবং মনির মুন্সির ব্যক্তিগত গাড়িচালক বিএনপিকর্মী মাহাবুবুর রহমান সোহাগ।
সিটিটিসি জানায়, বাসে অগ্নিসংযোগের আগে ঘটনাস্থল কয়েক দফা রেকি করে আসামিরা, পরে সুযোগ বুঝে অগ্নিসংযোগ চালায়। গত বছরের ২৮শে অক্টোবর রাতে ডেমরায় বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসে থাকা এক পরিবহন শ্রমিক মারা যান। অগ্নিদগ্ধ হন আরও একজন।