আজ বুধবার দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। আজ বুধবার (২২ শে মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, বুধবার চাঁদ না দেখা যাওয়ায় বৃহস্পতিবার ৩০শে শাবানপূর্ণ হবে। শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।

এদিকে, আগামীকাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে। মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় আরব দেশগুলোতে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে আজ। সেক্ষেত্রে আজ বুধবার সেহেরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা শুরু করবেন মধ্যপ্রাচ্যের মুসলমানরা।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস রমজান। মুসলমানরা পুরো এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন।