দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১২ই অক্টোবর) দুপুরে এ তথ্য জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোসহ চলমান সরকার পতনের এক দফার আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়েও মহাসচিব কথা বলবেন।

এদিন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকটি দুপুর পৌনে ১টার দিকে গুলশানের আমেরিকান ক্লাবে শুরু হয় এবং বৈঠক চলে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত।